বছরের শেষে জেগে উঠেছে চীনের বক্স অফিস। একসঙ্গে পাঁচটি সিনেমা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোর হিসাবে এই সাফল্যকে অভাবনীয় বলা হলেও এই আয় গত বছরের আয়ের তুলনায় কম। গত বছরের চেয়ে এবার চীনের সিনেমা ২১ দশমিক ৫ ভাগ কম আয় করেছে।
আয়ে সবচেয়ে এগিয়ে আছে ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’, এটিই এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সিনেমাটির আয় আট মিলিয়ন ডলার। অ্যানিমেশন অ্যাডভেঞ্চার সিনেমাটির গল্প মুফাসা নামের এক সিংহকে নিয়ে, যে হারিয়ে একা হয়ে যায়। তার গন্তব্য খোঁজার গল্পটি দর্শক পছন্দ করেছেন। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬ দশমিক ৮।