Homeজাতীয়প্রিজন ভ্যানে ওঠার সময় কী বলেন সাবেক এমপি আসাদ?

প্রিজন ভ্যানে ওঠার সময় কী বলেন সাবেক এমপি আসাদ?


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “অন্যায়ভাবে আছি, বিজয় হবেই ইনশা আল্লাহ।”

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ রিমান্ড শুনানির জন্য তোলা হয়। শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় এক সাংবাদিক তাকে কিছু বলার অনুরোধ করলে তিনি বলেন, “কিচ্ছু বলার নাই, অন্যায়ভাবে (কারাবন্দী)। বিজয় হবেই ইনশা আল্লাহ।”

এ সময় তিনি সবার কাছে দোয়া চান এবং পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে ওঠেন।

উল্লেখ্য, আসাদুজ্জামান আসাদ ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন এবং এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় পুলিশ তার রিমান্ডের আবেদন করেছিল। রোববার আদালতে শুনানি শেষে বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে। পুলিশ আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত