Homeদেশের গণমাধ্যমেজ্যোতি ও পিংকির সেঞ্চুরি | কালবেলা

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি | কালবেলা


নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ফারজানা হক পিংকির খুনসুটিটা অন্যরকম। ভারত সিরিজের সময় একবার জ্যোতি বলেছিলেন, তাদের মধ্যে প্রতিযোগিতা হয় ওয়ানডেতে কে আগে সেঞ্চুরি করবে! অবশ্য জ্যোতি সেক্ষেত্রে পিছিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দুবার ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন পিংকি। তবে লাল বলের ঘরোয়া টুর্নামেন্টে পিংকিকে ছাপিয়ে গেলেন জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। শুধু সেঞ্চুরিই নয়, সেটাকে দেড়শতে নিয়ে গেছেন তিনি। পিংকিও পিছিয়ে থাকেনি। কয়েক ঘণ্টার মধ্যেই সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের হয়ে খেলা পিংকিও। জমজমাট বিসিএলের শেষ দিনে দুই সেঞ্চুরির পাশাপাশি ৬ উইকেটের কীর্তি গড়েছেন স্পিনার জান্নাতুল সুমনা। এ ছাড়াও পাঁচ উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের রাবেয়া খান।

রাজশাহীর একেএম কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের সঙ্গে ড্র করেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল। জ্যোতির ১৫৩ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চলও। শেষ দিনে দারুণ প্রতিরোধ গড়ে মধ্যাঞ্চল। সেঞ্চুরি তুলে নেন ওপেনার পিংকি। এতেই ড্রয়ের স্বস্তি মেলে উত্তরাঞ্চলের। বাংলা ট্র‌্যাকে অন্য ম্যাচে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১৯৩ রানের গুটিয়ে যায় পূর্বাঞ্চল। পরে ৩৪৭ রান তোলে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে থামে পূর্বাঞ্চল। ১২ রানের সহজ লক্ষ্য পেয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। তবে এ ম্যাচে বেশ কয়েকটি বড় ইনিংস হলেও কেউই তিন অঙ্ক ছুঁতে পারেনি।

জ্যোতিদের মধ্যাঞ্চল দাপুট দেখিয়েছে। উদ্বোধনী জুটিতে তারা ১২৪ রানের দারুণ সংগ্রহ পায়। এরপর কয়েকটি উইকেট হারালেও মাঝে জ্যোতি এসে দলকে বড় পুঁজির দিকে এগিয়ে নিয়ে যান। সেঞ্চুরির পর দেড়শও ছুঁয়ে অপরাজিত থেকে গেছেন তিনি। জয়ের তাগিদেই দ্রুত ইনিংস ঘোষণা করেছিলেন। কিন্তু প্রতিপক্ষের দুই ওপেনার শেষ দিনে এসে হুক্কারই দিলেন যেন। উদ্বোধনী জুটিতেই রেকর্ড রান তোলেন ইশমা তানজিম ও পিংকি। ১৯৬ রানের এই জুটি ভেঙে মধ্যাঞ্চলকে ব্রেক থ্রু এনে দেন দিশা বিশ্বাস। ১০ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পিংকিকে আর আক্ষেপ পোহাতে হয়নি। ১০২ রানের অপরাজিত ইনিংসে দলকে ড্রয়ের স্বস্তি দিয়ে মাঠ ছেড়েছেন তিনি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত