Homeজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বিদায়ী সাক্ষাৎ


বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ সেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা জানুয়ারিতে অবসর নিতে যাওয়া সেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তার নেতৃত্বে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, সেবাপ্রক্রিয়া ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সাফল্য অর্জন করেছে।

সেক জানান, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক বাংলাদেশে জলবায়ু সহনশীলতা, পরিবেশ টেকসই ও চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি ও পানি-স্যানিটেশন সেবা উন্নয়নে প্রায় ১২০ কোটি ডলারের তিনটি অর্থায়ন অনুমোদন করেছে।

এর আগে, রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি দুটিতে অর্থায়নের পরিমাণ ৯ কোটি ডলার।

সেক আরও উল্লেখ করেছেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রায় সড়ে ৪ হাজার কোটি ডলার। এই অর্থায়ন দারিদ্র্য হ্রাস, স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোতে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা সেক ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত