Homeবিনোদনআবারও ব্যান্ডে ভাঙন, চিরকুট ছাড়লেন জাহিদ নিরব

আবারও ব্যান্ডে ভাঙন, চিরকুট ছাড়লেন জাহিদ নিরব


আবারও ভাঙনের সুর চিরকুট ব্যান্ডে। গত বছর চিরকুটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন ইমন চৌধুরী। এবার দল ছাড়লেন ব্যান্ডটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তাঁর নয় বছরের পথচলা।

অনেকদিন ধরেই জাহিদ নিরবের চিরকুট ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাঁকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। খোঁজ নিয়ে জানা যায়, চিরকুটের সঙ্গে আর নেই জাহিদ নিরব। গুঞ্জন আছে, তিনি চিরকুট ছাড়েননি, তাঁকেই বরং বের করে দেওয়া হয়েছে ব্যান্ড থেকে। এ বিষয়ে জাহিদ নিরব কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে চিরকুটে না থাকার বিষয়টি অস্বীকার করেননি তিনি।

গত কয়েক বছর ধরে ব্যান্ডের পাশাপাশি সলো ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহিদ নিরব। বিভিন্ন বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট ও সিনেমার মিউজিক করছেন। চিরকুট প্রসঙ্গে কথা না বললেও বর্তমান ব্যস্ততার কথা জানান জাহিদ। জানালেন, বর্তমানে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র মিউজিক করছেন। এ সিরিজের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া হাতে আছে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ। সম্প্রতি একটি গানের স্কুলের কার্যক্রম শুরু করেছেন তিনি। এই স্কুল নিয়েও বিস্তর পরিকল্পনা আছে তাঁর।

এর আগে প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

জাহিদ নিরব। ছবি: সংগৃহীত

জাহিদ নিরব। ছবি: সংগৃহীত

ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। সোমবার দুপুরে দলটির ফেসবুক পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত