Homeজাতীয়ভিসা ছাড়াই চীনে ১০ দিন পর্যন্ত থাকতে পারবেন পর্যটকরা

ভিসা ছাড়াই চীনে ১০ দিন পর্যন্ত থাকতে পারবেন পর্যটকরা


চীনে বিদেশি পর্যটকদের জন্য ভিসামুক্ত থাকার সময়সীমা বাড়ানো হয়েছে। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, বিদেশি পর্যটকরা ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে অবস্থান করতে পারবেন। এর মাধ্যমে চীন পর্যটন খাত এবং অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করতে চাচ্ছে।

এর আগে, চীন বিদেশি যাত্রীদের ৭২ ঘণ্টা (৩ দিন) অথবা ১৪৪ ঘণ্টা (৬ দিন) পর্যন্ত ভিসামুক্ত থাকার সুযোগ দিয়েছিল। এখন নতুন নীতির অধীনে বিদেশি পর্যটকরা ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনের ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে, এটি কেবলমাত্র তৃতীয় দেশ বা অঞ্চলে ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই সুবিধাটি মোট ৫৪টি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল এবং কানাডা উল্লেখযোগ্য। জনপ্রিয় পর্যটন স্থানগুলো যেমন বেইজিং, সাংহাই, চেংডু এবং গুয়াংজু এই নীতির আওতায় পড়বে। তবে, চীনের বিশেষ অঞ্চল যেমন তিব্বত ও জিনজিয়াং এ প্রবেশের জন্য অতিরিক্ত অনুমতি প্রয়োজন।

এছাড়া, হংকং এবং ম্যাকাওও ২৪০ ঘণ্টা (১০ দিনের বেশি) ভিসামুক্ত ট্রানজিট সুবিধা প্রদান করছে, যেখানে এই অঞ্চলগুলো তৃতীয় গন্তব্য হিসেবে গণনা করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত