Homeদেশের গণমাধ্যমেমঙ্গলবার ঢাকায় ‘পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কত্থক নৃত্য উৎসব’ শুরু

মঙ্গলবার ঢাকায় ‘পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কত্থক নৃত্য উৎসব’ শুরু


১. বাসানত তারানা-কত্থক নৃত্য সম্প্রদায়, ২. বিষাদে-আনন্দে-বিজয়ে (৫২-২৪)-কত্থক নৃত্য সম্প্রদায়, ৩. টুকরা মালিকা-কত্থক নৃত্য সম্প্রদায়, ৪. ছন্দমালিকা-কত্থক নৃত্য সম্প্রদায়, ৫. দিপা সরকার, ৬. মধুর ধ্বনি-রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ৭. মনিরা পারভীন হ্যাপি, ৮. পার্থ দাস, ৯. নটরাজ-নৃত্যাঙ্গন একাডেমি,চট্টগ্রাম, ১০. রেওয়াজ পারফরম্যান্স স্কুল,১১. শুভ্র ছন্দ-কত্থক নৃত্য সম্প্রদায়, ১২. নিটোল পায়ে-কত্থক নৃত্য সম্প্রদায়, ১৩ পরম্পরা নৃত্যালয়, ১৪. কাথ্যাকিয়া ও ১৫. মালকোশ তারানা-কত্থক নৃত্য সম্প্রদায়।

কত্থক নৃত্য হলো উত্তর ভারতের একটি ধ্রুপদি নৃত্যশৈলী। এই নৃত্যশৈলীতে নৃত্যশিল্পী গল্প বলার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। কত্থক নৃত্যের মূল বৈশিষ্ট্য হলো এর দ্রুত পদচারণ, জটিল তাল বা রিদম, তবলার সঙ্গে সমন্বয়, ঘূর্ণি এবং নৃত্য কৌশলে অভিব্যক্তির প্রকাশ। কত্থক নৃত্য মূলত মন্দির এবং রাজদরবারে বিকশিত হয়েছে। মোগল আমলে এই নৃত্যের রীতিতে কিছু পারস্য ও মধ্য এশিয়ার প্রভাব যুক্ত হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত