Homeজাতীয়ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় দোকানে হামলা, আহত ৩

ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় দোকানে হামলা, আহত ৩


ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা করলে দোকানের মালিক মো: মতিউর রহমানসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ধামরাই সিটি হাসপাতালে নেওয়া হয়।

রবিবার (২২ডিসেম্বর) বিকাল প্রায় ৩ টার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে দোকানের ভিতরে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, দোকানের মালিক মতিয়ার রহমান, ম্যানেজার আব্দুল খালেক ও বোরহান উদ্দিন। ম্যানেজার খালেক ও বোরহান উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। তবে ভাই ভাই এন্টারপ্রাইজ পোল্ট্রি ফিড দোকানের মালিক মো: মতিউর রহমানের অবস্থা আশঙ্কা জনক দেখে দ্বায়িত্বরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে বললে আহত মতিউরের পরিবার তাকে সাভারের সুপার হাসপাতালে নিয়ে যান বলে জানান।

আহত মতিউর রহমানের বাড়ি নান্নার ইউনিয়নের শোলাকুড়িয়া গ্রামের হাজী হোসেন আলীর ছেলে।

আহত দোকানের ম্যানেজার আব্দুল খালেক ও বোরহান উদ্দিন বলেন, শুধু পিছিয়ে আহতই করেন নি, দোকানের ভিতর অনেক ক্ষতি করেছে। জিনিসপত্র ফেলে দিছে। লোহার রড় দিয়ে দোকানের মালিক মতিউর রহমানকে পিটিয়ে আহত করেছে। আমরা থামাতে গিয়ে আমরাও আহত হয়েছি। তবে আজকে নয়ন ও তার সাথে থাকা লোকজন হত্যার চেষ্টায় এমন কাজ করেছে।

আহত মতিউরের স্ত্রী আখি আক্তার বলেন, আমার স্বামী ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ দোকানের মালিক। সে পোল্ট্রি ফিডের ব্যবসা করে থাকেন। আজ রবিবার দুপুরের খাওয়া দাওয়া শেষে দোকানে বসলে নয়ন গিয়ে আমার স্বামীর কাছে টাকা চাঁদা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করলে নয়ন ও তার সঙ্গে থাকা ৭/ ৮ জন আমার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এরপর আমাদের দোকানের ম্যানেজার আব্দুল খালেক ও বোরহান উদ্দিন থামাতে গেলে তাদেরও পিটিয়ে আহত করে। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। তাকে সাভারের সুপার হাসপাতালে নিয়ে যাচ্ছি। নয়ন এর আগেও একাধিক বার চাঁদার জন্য দোকানে গিয়ে আমার স্বামীকে হুমকি দিয়েছে। সে আজ চাঁদা না পেয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা করে।

তবে এখনো থানায় মামলা বা অভিযোগ করা হয় নি বলে জানা যায়।

এম.কে.





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত