রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিল শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হয়।
১০ ডিসেম্বর তিনি সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এর পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল।