এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, বরিশাল নদীবন্দর থেকে গতকাল রাত ৯টার দিকে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত আড়াইটার দিকে মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ হয়। এ সময় অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে ছিলেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ছোটছুটি করতে থাকেন। লঞ্চটিকে দ্রুত নদীতীরে নিয়ে যান চালক। তবে কোনো যাত্রী হতাহত হননি। পরে সবকিছু পরীক্ষা-নিরীক্ষার পর লঞ্চটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এই যাত্রীদের কথা, গতকাল রাতে ঘন কুয়াশা ছিল। মেঘনা নদীতে এত ঘন কুয়াশা ছিল যে এক হাত সামনেও কিছু দেখা যাচ্ছিল না।
প্রিন্স আওলাদ-১০ লঞ্চের দুজন যাত্রী বলেন, ঝুঁকি এড়াতে তাঁদের লঞ্চটি আর গন্তব্যের উদ্দেশে যাত্রা করেনি। আজ সকাল ৯টার দিকে এমভি শুভরাজ-৯ নামে একটি লঞ্চ ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে বরিশালে যায়।