‘নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের সমন্বয়ে প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে। বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী। অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না।’
আজ রোববার বেলা ১১টার দিকে এসব দাবি নিয়ে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান সড়কে সম্মিলিত নোয়াখালীবাসীর ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মোহাম্মদীয়া মোড়, টাউনহল মোড়, জামে মসজিদ মোড় ও পৌর বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।