Homeদেশের গণমাধ্যমেযশোরের সড়কে দুই জন নিহত

যশোরের সড়কে দুই জন নিহত


যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন– ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু (৫০) এবং মণিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে সাতক্ষীরামুখী এসপি গোল্ডেন লাইন নামে বাস (ঢাকা মেট্রো ব ১৫-৪০৩৫) রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ৪-৫ জন আহত হন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের দিক থেকে বাসটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাজীর দরগাহ এলাকায় একটি মোটরসাইকেল চালককে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী বুলু মারা যান।

যোগাযোগ করা হলে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নয়ন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। এরপর আহত ৫ জনকে অ্যাম্বুলেন্সে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কেউ মারা গেছেন কি না তা তার জানা নেই।’

জানতে চাইলে নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় বুলু নামে একজন মারা গেছেন। তিনি গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে। ওই সময় ৪-৫ জন কম-বেশি আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত