Homeঅর্থনীতিঅরগানিক নিউট্রিশনের খাদ্যপণ্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রে

অরগানিক নিউট্রিশনের খাদ্যপণ্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রে


ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেরিকান মার্কেট তথা বিশ্ব বাজারে বাংলাদেশের উপস্থিতি সগৌরবে ঘোষণা করছে অরগানিক নিউট্রিশন লিমিটেড (ওএনএল)। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফল রপ্তানির মাধ্যমে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএসএফডিএ) অনুমোদন প্রাপ্ত এসব পণ্য এখন যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট ও আমাজন ইউএসএ-তে পাওয়া যাচ্ছে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে মিট দা প্রেস অনুষ্ঠানে অরগানিক নিউট্রিশন লিমিটেড এই সাফল্যের কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে।

অরগানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক এই অর্জনকে জাতীয় গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, প্রথাগতভাবে, বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আজ, আমরা এই প্রবণতা পাল্টে দিয়ে বিশ্বের বাজারে আমাদের দেশীয়, বিশ্বমানের ফাংশনাল ফুড রপ্তানি করছি। এটি শুধু ব্যবসায়িক সফলতা নয়, এটি একটি জাতীয় গৌরব। আমরা বিশ্বাস করি এই শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচন হবে।

২০২৪-এর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া বাংলাদেশে অরগানিক নিউট্রিশনের গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে চারটি ফর্মুলেটেড ফাংশনাল ফুড-জয়েন্ট গার্ড, ইমিউন প্লাস, সাইকেল কমফোর্ট ও টারমারিক বুস্টার-অর্ডার দেয়। এসব পণ্য নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ইউএসএফডিএ অনুমোদন লাভ করে।

এই ফাংশনাল ফুডগুলো ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) থেকে নিরাপত্তা ও কার্যকারিতার অনুমোদন পেয়েছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সুপারমার্কেট এবং আমাজন ইউএসএ-তে পাওয়া যাচ্ছে। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে এই পণ্যগুলো শীর্ষ সুপারমার্কেট, মডেল ফার্মেসি এবং দারাজ, রকমারি, ‍এরোগোর মতো অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে।

প্রেস কনফারেন্সে অরগানিক নিউট্রিশন লিমিটেডের প্রতিনিধিরা কোম্পানির প্রতিশ্রুতি তুলে ধরেন, যা বিজ্ঞান ভিত্তিকভাবে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের মাধ্যমে মানুষের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। এই পণ্যগুলো ওষুধ বা সাপ্লিমেন্ট নয়, তবে এটি প্রতিদিন সেবনের জন্য উপযোগী, যা শরীরের বিভিন্ন ফাংশনালিটি যেমন হাড়ের সচলতা, ইমিউনিটি, হৃদ্রোগের স্বাস্থ্য, পাচনতন্ত্রের সুস্থতা এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সহায়ক।

২০১৬ সালে গবেষণার মাধ্যমে ওএনএলের যাত্রা শুরু হয়। অভিজ্ঞ বিজ্ঞানী, পুষ্টিবিদ এবং খাদ্য প্রযুক্তিবিদদের সমন্বয়ে পরিচালিত গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিআইআরডিইএমের মতো প্রতিষ্ঠানের সহায়তা রয়েছে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনুমোদিত উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে ইউএসএফডিএ অরগানিক সার্টিফিকেশনের বিধিমালা মেনে তাদের কোডেক্স জিএমপি এবং আইএসও ২২০০০: ২০১৮ মানদণ্ডে উত্তীর্ণ কারখানায় আন্তর্জাতিক মান নিশ্চিত করে পণ্য উৎপাদন করা হয়। বাজারজাত শুরুর পর থেকে, কোম্পানিটি ১ দশমিক ২৩ মিলিয়ন গ্রাহকের আস্থা অর্জন করেছে, যার মধ্যে ৬৭ পারসেন্ট গ্রাহক পুনরায় পণ্য কিনেছেন।

প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

এই সংবাদ সম্মেলনে অরগানিক নিউট্রিশন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইফতেখার রশিদ ও নির্বাহী পরিচালক অরুন কুমার মণ্ডল এবং টেক অ্যান্ড নিউট্রিশনের নির্বাহী পরিচালক কর্নেল ইঞ্জিনিয়ার এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার (অব.) ও হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট মো. মাহবুবুর রহমান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত