Homeদেশের গণমাধ্যমেমোহাম্মদপুর ডায়রিস: নগরের গল্প তৈরি হয় মহল্লার কথা দিয়ে

মোহাম্মদপুর ডায়রিস: নগরের গল্প তৈরি হয় মহল্লার কথা দিয়ে


শিল্পী ও শিল্প আলোচক শাওন আকন্দ বলেন, মোহাম্মদপুরের বাঁশবাড়িতে অনেক পেশার মানুষ ছিলেন একসময়। এখানে এমনও বাড়ি আছে, যেখান থেকে একদিকে নদী, আরেক দিকে সংসদ ভবন দেখা যেত। তিনি বলেন, মোহাম্মদপুরের বৈচিত্র্যময় অতীত এখনো আছে, তবে তা নানা মাত্রায়।

অনুষ্ঠানের শুরুতে ষাটের দশকে তৈরি মীর মঞ্জিলের সংস্কার নিয়ে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। দেখা যায়, ষাট বছরের বেশি পুরোনো ভবনটি সংস্কারের সময় এর মূল স্থাপত্যকাঠামো অক্ষত রেখে সংরক্ষণের জন্য ‘আইএবি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত