Homeখেলাধুলাপয়েন্ট পেল ফকিরেরপুল, ওয়ান্ডারার্স | কালবেলা

পয়েন্ট পেল ফকিরেরপুল, ওয়ান্ডারার্স | কালবেলা


প্রিমিয়ার লিগে ফরটিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এ ম্যাচ দিয়ে পয়েন্টের খাতা খুলেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথম পয়েন্ট পেল ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাবও। ঘরোয়া সর্বোচ্চ ফুটবল আসরের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট শূন্যই থাকল চট্টগ্রাম আবাহনী।

শনিবার (২১ ডিসেম্বর) ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফরটিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওয়ান্ডারার্স ক্লাব। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল মুন্সীগঞ্জে। মৌসুমের শুরু থেকে দারুণ ফুটবল খেলতে থাকা দুই দলের লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচের স্কোরশিটে নাম লিখিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এ নিয়ে চার ম্যাচে সমানসংখ্যক গোল করলেন। দুই ম্যাচে একাদশে থাকা নাবিব নেওয়াজ জীবন বাকি দুই ম্যাচ খেলেছেন বদলি হিসেবে।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছিলেন ঢাকা আবাহনী ও বিজেএমসির সাবেক ফরোয়ার্ড। বাকি দুই গোল করেছেন বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের বিপক্ষে। ম্যাচে রহমতগঞ্জ ক্লাবের বাকি দুই গোল করেছেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফরটিস এফসির বিপক্ষে ৩৭ মিনিটে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে লিড এনে দিয়েছিলেন সাকিব বেপারী বাবু। লিড ধরে রেখেই মাঝ বিরতিতে গেছে একসময়কার পরাশক্তিরা। বিরতির পর ৫২ মিনিটে ফরটিস এফসিকে সমতায় ফেরান ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি রাইসান। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ফকিরেরপুল ক্লাব। বিরতির পর ৫৫ মিনিটে সায়েম হোসেনের গোলে লিড পায় ক্লাবপাড়ার দলটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন উজবেকিস্তানের মিডফিল্ডার সরদার জাহোনভ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত