বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান জানিয়েছেন, বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফনের বিষয়ে আগামী ২২ ডিসেম্বর বিদেশ থেকে এসে তার মেয়ে সিদ্ধান্ত নেবেন।
যদিও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগে জানিয়েছিলেন, তার মেয়ে কানাডায় আছেন। প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, তার জন্য অপেক্ষা করা হবে। কিন্তু সেটা হচ্ছে না। আগামীকাল শনিবার বাদ জোহরই দাফন সম্পন্ন হবে।
এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। তার ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।
সূত্রঃ চ্যানেল ২৪
এ ইউ/