রাজধানীর কদমতলীতে পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে বাদল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই রানা জানিয়েছেন, মুরাদপুর পোকার বাজার রাতুলের বাড়ি নিচ তলায় মাটির নিচে পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য গিয়ে ঘটনার শিকার হন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কদমতলীর জুরাইন এলাকার নুরুল ইসলামের ছেলে বাদল।