Homeদেশের গণমাধ্যমেনোয়াখালীতে ২০০ অসহায় পরিবারে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীতে ২০০ অসহায় পরিবারে শীতবস্ত্র বিতরণ


নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠনের পক্ষ থেকে ২০০ শীতার্ত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। তিনি বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রবাসীদের ধন্যবাদ জানাই।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা কুয়েত প্রবাসী আবু বক্কর ছিদ্দিক পাভেল জাগো নিউজকে বলেন, আমেরিকা প্রবাসী মো. জামশেদ, সৌদি আরব প্রবাসী পারভেজ হোসেনসহ এ সংগঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এলাকার অসহায়দের পাশে থাকতে পেরে গর্বিত। ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে।

এসময় নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের স্থানীয় উপদেষ্টা আবু তৈয়ব, শফি উল্যাহ কাজল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন কাজল, সাংবাদিক এহসানুল আলম খসরু, মো. শরফুদ্দিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত