পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘পাহাড়ে নিরাপত্তাহীন ও অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বাঁচতে হচ্ছে। আমরা বাংলাদেশে জন্মলগ্ন থেকে বিশেষ শাসনে শাসিত হয়ে আসছি। যে শাসন আমাদের পীড়া দেয়, আমাদের ব্যথিত করে; আমাদের জীবনকে সংকুচিত করেছে, আমাদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করেছে। আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকা, সেটি এখানে অনুপস্থিত।’
আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় ‘মোনঘর’-এর (মোনঘর উচ্চবিদ্যালয়, মোনঘর শিশুসদন, আবাসিক) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।