টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দীন হাসান সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত এবং মো. ইউসুফ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শাহ মঈনুদ্দীন হাসান ও মো. ইউসুফকে নির্বাচিত করা হয়।
কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আমানত হোসাইন, জিয়া মো. মাহফুজ ভুঁইয়া, তাসবির হাকিম, পার্থ সারথী মুৎসুদ্দি, সৈয়দ মাহমুদ হাসান, সারোয়ার মো. ইউসুফ, শারিদ হোসাইন, সেলিম মো. খাদেম, শাহদাত হোসাইন, মো. আমিরুল ইসলাম, মো. দেলওয়ার হোসাইন চৌধুরী, মো. মঈনুদ্দিন শরিফ ও শামসুল হক চৌধুরী।