Homeরাজনীতিপঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আদালতের রায়কে ‘অ্যাপ্রিশিয়েট’ করেছে বিএনপি

পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আদালতের রায়কে ‘অ্যাপ্রিশিয়েট’ করেছে বিএনপি


সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা করেছে বিএনপি। বুধবার (১৮ ডিসেম্বর) গুলশানে অনুষ্ঠিত বৈঠকে দলটি আনুষ্ঠানিকভাবে রায়কে ‘অ্যাপ্রিশিয়েট’ (প্রশংসা করা) করেছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই রায়কে অ্যাপ্রিশিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে, নির্বাচন পরবর্তী সংসদই সংবিধান সংশোধনীর একমাত্র উপযুক্ত ফোরাম।’

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটি মনে করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে মোট ৫৫টি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় এবং তফশিলে ব্যাপক পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্রব্যবস্থা কায়েমের প্রধানতম হাতিয়ারে পরিণত করা হয়। সংবিধানের মৌলিক কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্থ করে গণতন্ত্রকে বেহাত করে দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আদালত উন্মুক্ত আদালতে রায়ের ঘোষণার সময়ে কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণসহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন, কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। কিন্তু রিট আবেদনকারীরা, সংযুক্ত হওয়া রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অংশীজনসহ দেশের আপামর জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল।’ রিট আবেদনকারীরা পুরো পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিরা রিটের পক্ষে ইন্টারভেনর হিসেবে যুক্ত হয়েছিলেন বলেও জানান মির্জা ফখরুল। 

আবারও মতবিনিময় করবে বিএনপি

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, অবিলম্বে ফ্যাসীবাদ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থায়ী কমিটি। লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত