Homeপ্রবাসের খবরহুট করেই অবসরের ঘোষণা অশ্বিনের

হুট করেই অবসরের ঘোষণা অশ্বিনের


সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টের শেষ দিনে চা বিরতির সময়েই বুঝা যাচ্ছিল কোনো একটা সিদ্ধান্ত নেবেন অশ্বিন। পরে ম্যাচ ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে এসে, অবসরের ঘোষণা দেন অশ্বিন। 

সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেছেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন।’

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্রিসবেনে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন। জায়গা হয়নি পার্থে সিরিজের প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই দেশের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে রইল।

একটা সময় ভারতের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত ছিলেন অশ্বিন। সবমিলিয়ে ভারতের হয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাট হাতে সিদ্ধহস্ত না হলেও, তার অবদান ভোলার মতো নয়। টেস্টে আছে ছয় সেঞ্চুরি, করেছেন ৪৩৯৪ রান। অবসর নেওয়ার সময়েও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার।

টেস্টেই বেশি আলো ছড়ানো অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৬ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত