লঙ্কা টি-টেন সুপার লিগের এলিমিনেটরে সাকিব আল হাসানের ৩৬২.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ক্যান্ডি বোল্টসকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছিল গল মার্ভেলস। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয় হাম্বানতোতা বাংলা টাইগার্সের। সেখানে পেরে ওঠেনি সাকিবের দল। বিদায় নিতে হয়েছে ৪ উইকেটের হারে। অবশ্য ফাইনালে সাকিব যেতে না পারলেও আছেন বাংলাদেশের সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। আগামীকাল তাদের দল হাম্বানতোতা মুখোমুখি হবে জাফনা টাইটান্সের।
দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯০ রান করে গল। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মভিন সুবাসিংহে। এলিমিনেটরে ক্যান্ডির বিপক্ষে দুর্দান্ত জয়ে ৮ বলে সাড়ে তিনশর বেশি স্ট্রাইক রেটে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো সাকিব ফাইনালে ওঠার লড়াইয়ে মাত্র ১২ রান করেন।
৯১ রানের লক্ষ্যে নেমে প্রথম তিন বলে দুই উইকেট হারানো হাম্বানতোতা ঘুরে দাঁড়ায় কুশল পেরেরা ও শেভন ড্যানিয়েলের ৩৮ রানের জুটিতে। ২২ রান করেন কুশল, ৩৬ রান আসে শেভনের ব্যাটে। এছাড়া ২০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।
হাম্বানতোতার দুই বাংলাদেশি মোসাদ্দেক ও সাব্বির ব্যর্থ। ৪ রান করেন মোসাদ্দেক, তিনে নেমে ডাক মারেন সাব্বির।
৭ ওভারেই ৬ উইকেটে ৯৪ রান করে হাম্বানতোতা।