Homeবিনোদনবরবাদ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন শাকিব খান

বরবাদ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন শাকিব খান


তারকা বেষ্টিত জমকালো আয়োজনে ‘বরবাদ’ সিনেমার পোস্টার উন্মোচন করলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও বরবাদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেগা স্টার শাকিব খান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, মিম মানতাসা ও লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরা রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান মানেই ভিন্ন কিছু। তাই বরবাদের ফার্স্ট লুক ঘিরে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে উপস্থিত দর্শকদের মাঝে। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকা নিয়ে বিগ বাজেটের এই সিনেমা বক্স অফিসেও ঝড় তুলবে বলে আশা সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান বলেন, দেশসেরা বিউটি ব্র্যান্ড লিলি বরাবরই দেশীয় শিল্প-সংস্কৃতির উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে লিলি সংযুক্ত হল বরবাদের সঙ্গে। বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এই ছবি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি কলাকুশলী মুনশিয়ানার ছাপ রেখেছেন। আর অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ব্র্যান্ড লিলিকে, এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিউটি ব্র্যান্ড লিলি। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ ও সবচেয়ে ক্লিন ফ্যাক্টরিতে শতভাগ অটোমেটেড মেশিনারি ব্যবহার করে তৈরি হচ্ছে লিলির পণ্য। এ ছাড়া সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে লিলি বিউটি সোপের উৎপাদন প্রক্রিয়ায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত