Homeঅর্থনীতি৩০ অংশী প্রতিষ্ঠানকে সম্মাননা জানাল ইস্টার্ন ব্যাংক

৩০ অংশী প্রতিষ্ঠানকে সম্মাননা জানাল ইস্টার্ন ব্যাংক


ডিজিটাল ফাইন্যান্স সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩০ অংশী প্রতিষ্ঠানকে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে অংশীদের সঙ্গে নিয়ে অর্জিত সম্মিলিত সাফল্যকে উদ্‌যাপন করে ইস্টার্ন ব্যাংক।

পার্টনার্স ইন প্রোগ্রেস, এক্সিলেন্স ইন বিজনেস এবং এনাবলার অব এক্সিলেন্স-এই তিন ক্যাটাগরিতে অংশী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে ইস্টার্ন ব্যাংক।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, অংশীদের সম্মাননা জানানোর মাধ্যমে সহযোগিতা, উদ্ভাবন এবং এক্সিলেন্সের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ডিজিটাল আর্থিক সেবা দৃশ্যপটে আমরা অংশী প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে একটি নতুন মানদণ্ড স্থাপন করছি।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তির বর্তমান চিত্র এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ সম্ভাবনা’ বিষয়ে মূল বক্তব্য দেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার। ধন্যবাদ বক্তব্য দেন ইবিএল ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী।

ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশীজন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ দেশের ডিজিটাল অঙ্গনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত