Homeপ্রবাসের খবরবৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে

বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে


বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ ও দেশের অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে একতা ছিল বলেই ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালি অস্ত্রে সুসজ্জিত পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিল। একইভাবে, ছাত্র-জনতার একতা ২০২৪ এ আবার আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এই একতাই আমাদের দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত