স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, গতকাল রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে মোসাদ্দেকের কর্মী রনির পায়ে ও শুভর পেটে গুলি লাগে। পিটুনিতে আহত হন আলম মিয়া। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে লাল মিয়া ও মোসাদ্দেকের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাঁরা ধরেননি।