রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করবেন। ব্রিকস সামিটের শেষ দিন আজ বৃহস্পতিবার রাশিয়ার কাজান শহরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর প্রত্যাশা, পশ্চিমাদের বিরুদ্ধে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এ সম্মেলন।
ক্রেমলিন বলেছে, ওই সাক্ষাতে পুতিন ও গুতেরেস ইউক্রেন সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও দুজনের মধ্যে আলাপ হতে পারে।