নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা।
সন্ত্রাস ও অন্যান্য অভিযোগে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে অবৈধ ঘোষণা করার পর গতকাল (২৩ অক্টোবর) রাতে আইয়াজকে তুলে নেওয়া হয়।
বৃহস্পতিবার ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিস্তারিত প্রদান করেননি।
আইয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি।