রাজধানীর ওয়ারী থানা এলাকায় টিকাটুলি মোড়ে ছিনতাইকারির অস্ত্রের আঘাতে মো. আব্দুল হাকিম (৬০) নামে একজন আহত হয়েছেন। তিনি যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।
বুধবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
আহতের ছেলে আল আমিন জানান, তার বাবা তিন মাস ধরে যমুনা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দায়িত্বরত অবস্থায় দুই যুবক তার বাবার মাথায় ধারালো লোহার পাত দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা ৩ হাজার ১০০ টাকা নিয়ে চলে যায়। পাশের আরেকজন নিরাপত্তাকর্মীর কাছে খবর পেয়ে ভোরে আব্দুল হাকিমকে হাসপাতালে নেওয়া হয়।
মো. ফারুক বলেন, ‘আহত হাকিম ঢামেকে চিকিৎসা নিয়েছেন।