শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৬, ১৬ ডিসেম্বর ২০২৪
অভিযান চালিয়ে তলোয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার
শরীয়তপুরের নড়িয়াতে এক যুবলীগ নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩টি তলোয়ারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দনী এলাকার আলী হোসেন মোল্লার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক যুবলীগ নেতা আলী হোসেন মোল্লার বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে তিনটি তলোয়ারসহ সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জিজ্ঞাসাবাদের জন্য আলী হোসেনের স্ত্রীকে থানায় নেওয়া হয়।
উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, “অভিযানকালে দা, ছুরি, তলোয়ারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আকাশ/সনি