Homeদেশের গণমাধ্যমে‘না দৌড়ে কটূ্ক্তি’, সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

‘না দৌড়ে কটূ্ক্তি’, সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ



|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৬ ডিসেম্বর ২০২৪  


রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে দৌড়ানোর আদেশ অমান্য করে উল্টো কটূক্তি করার অভিযোগে ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। 

রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের সই করা এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়েছ।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন তারা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

নোটিশে আরও বলা হয়, “আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি; যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।”

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, “শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।’

এর আগে দুই দফায় ২৫২ এসআই ও ৬২ এএসপির নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা প্রদানের নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ঢাকা/কেয়া/রাসেল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত