অরণ্য জুয়েল
এই বাংলার মাটি আমার হৃদয়ে
এই বাংলার মাটি আমার বিজয়ে
এই বাংলার মাটিতে জন্মেছি আমি,
বাংলা আমার মা, আমার জন্মভুমি।।
কত মায়াভরা তার প্রান্তর
কত সাধনায় পেয়েছি বাংলা
আমি জানি কত সে দামি
বাংলা আমার মা, আমার জন্মভুমি।।
বাংলার সুরে গেয়ে যাওয়া গান
জাগিয়ে তোলে শত মন প্রাণ
এক হয়ে দাড়াই হিন্দু-মুসলমান
কথা দেই মা, শত্রুমুক্ত থাকবে তুমি
বাংলা আমার মা, আমার জন্মভুমি।।