Homeআন্তর্জাতিককৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার ২ তেলবাহী ট্যাঙ্কার

কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার ২ তেলবাহী ট্যাঙ্কার


প্রকাশিত: ২২:৪৭, ১৫ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:৫০, ১৫ ডিসেম্বর ২০২৪


শক্তিশালী ঝড়ের কবলে পড়া রাশিয়ার দুটি তেলবাহী ট্যাঙ্কার কৃষ্ণ সাগরে ডুবে গেছে। জাহাজটিতে ২৯ জন ক্রু ছিল বলে রবিবার জানিয়েছে বিবিসি।

ট্যাঙ্কার দুটিতে চার হাজার টন তেল ছিল। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের প্রকাশিত ফুটেজে দেখা গেছে,  একটি ট্যাঙ্কার অর্ধেক ভেঙে গেছে এবং একটি প্রবল ঝড়ের মধ্যে ডুবে গেছে।

অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। দ্বিতীয় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভেসে গেছে।

বিবিসি জানিয়েছে, ঘটনাটি কের্চ প্রণালীতে ঘটেছে, যা রাশিয়াকে ক্রিমিয়া থেকে পৃথক করেছে।

টাগবোট, হেলিকপ্টার এবং ৫০ জনেরও বেশি কর্মী উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে।

রাশিয়ার সাগর ও অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা রোসমোরেচফ্লট এক বিবৃতিতে বলেছে, “আজ, কৃষ্ণ সাগরে ঝড়ের ফলে ভলগোনেফ্ট-২১২ এবং ভলগোনেফ্ট-২৩৯ নামের দুটি ট্যাঙ্কার ডুবে গেছে। জাহাজে ১৫ এবং ১৪ জন ক্রু ছিল। দুর্ঘটনার ফলে তেল পণ্য ছড়িয়ে পড়ছে।”

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত