Homeদেশের গণমাধ্যমে১০৬ বছরের বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে দাঁড়ালেন ইউএনও আবু সাঈদ

১০৬ বছরের বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে দাঁড়ালেন ইউএনও আবু সাঈদ


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অসহায় এক বিধবা বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে দাঁড়ালেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়ার গ্রামের সেই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রী হরিপুর বারইপাড়ার সহিতন বেওয়ার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ ছাড়া বসবাসের জন্য একটি আধা পাকা টিনের ঘর ও বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেন ইউএনও আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

জানা গেছে, সহিতন বেওয়ার স্বামী জোয়াদ আলি মারা গেছেন অনেক বছর আগে। তিন ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউ তেমন সচ্ছল ছিল না। স্বামীর মৃত্যুর পর অসহায় অবস্থায় দিন কাটালেও পাচ্ছিলেন না কোনো সরকারি সহযোগিতা। সহিতন বেওয়ার দুই মেয়ের আলাদা সংসার। বড় ছেলে মারা গেছেন তিন বছর আগে। অন্যরা তার ঠিকমতো ভরণপোষণ দিতে পারেন না। ফলে অন্যের সহযোগিতা থেকে পাওয়া নিজের আয় থেকে উল্টো ছেলেমেয়ের সংসারে দিতে হয় তাকে। একাধিকবার ইউনিয়ন পরিষদে গেছেন বয়স্ক ভাতার কার্ড পাওয়ার আশায়। তবে তার কপালে জোটেনি কোনো কার্ড।

স্থানীয় বাসিন্দারা বলেন, সহিতন বেওয়া এ অঞ্চলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী। তিনি অন্যের সাহায্য সহযোগিতায় চললেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। মেয়ের সংসারে থাকেন। জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরলেও কার্ড মেলেনি তার। অথচ এক ইউপি সদস্য তার শাশুড়িকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন।

বৃদ্ধা সহিতন বেওয়া বলেন, আমার আবু সাঈদ বাবার উসিলায় আমি ঘর পেলাম। আল্লাহ বাবাকে বাঁচিয়ে রাখুক।

ইউএনও আবু সাঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে জানতে পারি, ১০৬ বছর বয়সী সহিতন বেওয়া বয়স্ক ভাতা পাননি। আগে ভিক্ষাবৃত্তি করলেও এখন বয়সের ভারে ভিক্ষা করতে পারেন না। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দিয়েছি খোঁজখবর নেওয়ার জন্য। ঘটনার সত্যতা মেলায় তাকে দুটি ছাগলসহ একটি আধাপাকা টিনের ঘর এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে পুনর্বাসন করা হয়। এ ছাড়া এখন থেকে মাসিক বয়স্কভাতা পাবেন তিনি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত উপকারভোগীর নিকট সরকারের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত