দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন গতকাল শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর জনপ্রিয় এই তারকাকে প্রথমে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। এই থানাতেই তার নামে অভিযোগ করা হয়েছিল। সেখান থেকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিকেল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেখান থেকে আবার তেলেঙ্গানা উচ্চ আদালতে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। উচ্চ আদালত থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় এলো সুখবর। শেষমেশ ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া আল্লু অর্জুন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। খবর এনডিটিভির।
তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার তার রয়েছে। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তী জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।