Homeজাতীয়রোহিঙ্গা সংকট সমাধানে গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে

রোহিঙ্গা সংকট সমাধানে গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে


সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শিরোনামের আলোচনায় বক্তাদের কথার মূল সুর ছিল এটি। ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।

আলোচনা সভার শুরুতে লেখক ও গবেষক আলতাফ পারভেজ রোহিঙ্গা সংকট নিয়ে নিজস্ব অভিজ্ঞতাসমৃদ্ধ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য দেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকটবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান, গবেষক সি আর আবরার, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সায়মা আহমদ।

ড. খলিলুর রহমান বলেন, ‘রাখাইনের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বেশ কিছু আশঙ্কা রয়েছে। এতে আরও বেশি রিফিউজি আসে কি না, এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি। আন্তর্জাতিক আইন মানার কথা জানিয়েছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থায়ী সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নিতে হবে।’

সি আর আবরার বলেন, ‘নব্বইয়ের দশক থেকে রোহিঙ্গাদের ওপর সীমিত পর্যায়ের হত্যাযজ্ঞ চলছিল। তখন এ নিয়ে কেউ কথা বলেনি। এ সংকট সমাধানের জন্য আমাদের গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে।’

নাঈম আশফাক চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা একমাত্রিক উৎস থেকে সৃষ্টি হয়নি। বিভিন্ন উৎস থেকে এতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এ সংকটের সমাধান করতে হবে।

মাহফুজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এমন ৩০ হাজার শিশু রয়েছে, যারা ২০৩০ সালে প্রাপ্তবয়স্ক হবে। সঠিক শিক্ষা ও পরিবেশ ছাড়া তারা বড় হচ্ছে। যে কেউ চাইলে তাদের বিপথগামী করতে পারবে, এসব বিষয়ে সতর্কতা জরুরি।

ড. সায়মা আহমদ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সেখানকার নিরাপত্তা এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো মাথায় রাখতে হবে। তার জন্য এ বিষয়ে যেসব আন্তর্জাতিক সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত