পার্থে টেস্ট ২৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে গোলাপি বলে দিবা–রাত্রির টেস্টে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। বোর্ডার–গাভাস্কার ট্রফিতে এখন ১–১ সমতা।
আজ সকালে ব্রিসবেনের গ্যাবায় তৃতীয় টেস্ট শুরুর আগে তাই দুই দলের কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। যদিও সর্বশেষ ম্যাচে মিচেল স্টার্ক–প্যাট কামিন্সরা বল হাতে যেভাবে দাপট দেখিয়েছেন, তাতে তাঁদের একটু বেশিই আত্মবিশ্বাসী থাকার কথা। তবে শুবমান গিল এসবে পাত্তাই দিচ্ছেন না। গ্যাবায় ভারতীয় ব্যাটসম্যানদের ভালো করার ব্যাপারে আশাবাদী এই ব্যাটসম্যান বলেছেন, তাঁদের প্রজন্ম বল দেখে, বোলারকে নয়।