Homeদেশের গণমাধ্যমেপুনরায় মাদক ও বান্ধবীগুচ্ছে নোবেল, সাবেক স্ত্রীর দাবি

পুনরায় মাদক ও বান্ধবীগুচ্ছে নোবেল, সাবেক স্ত্রীর দাবি


ভারতের পশ্চিমবঙ্গের টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে উঠে আসা শিল্পী মাইনুল আহসান নোবেলকে নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ফিরতেই তাকে সাদরে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। কিন্তু আবারও তিনি মাদক গ্রহণ করছেন, ডুব দিয়েছেন একগুচ্ছ বান্ধবীর দলে, দাবি সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদের।

সম্প্রতি ফেসবুক পোস্টে সালসাবিল লিখেছেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সে সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।’

সালসাবিলের ওই পোস্টে মন্তব্য করেছিলেন নোবেলের এক অনুরাগী। প্রত্যুত্তরে তিনি লিখেছেন, ‘রিহ্যাব থেকে বের হওয়ার পর একটা মানুষের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও তাকে খাবার কেনার টাকা দিলাম। উবার ভাড়া নেই, তাও দিলম। তিন মাস ভালো হওয়ার নাটক করল, দ্রুত নাকি একটা শো আসছে। আবার ড্রাগ শুরু করে দিয়েছে, সাথে ৫-৭টা বান্ধবী তো আছেই।’

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল। তিনি বলেন, ‘পোস্টটি নোবেলকে নিয়েই। সে (নোবেল) রিহ্যাবে ছিল অনেকদিন। ফেরার পর ২-৩ মাসের মতো ভালো ছিল। এখন আবার মাদক নেওয়া শুরু করেছে।’

পুনরায় মাদক ও বান্ধবীগুচ্ছে নোবেল, সাবেক স্ত্রীর দাবি

নোবেল কি সত্যিই আবার নেশার জগতে ডুব দিয়েছেন? তার সাবেক স্ত্রীর দাবি কি সত্য? গত সোমবার (২১ অক্টোবর) রাতে একটি টিভি চ্যানেলে সে প্রসঙ্গে কথা বলেন নোবেল। তার দাবি, সালসাবিলের সঙ্গে দেড় বছর কোনো যোগাযোগ নেই। অন্যদিকে নোবেলের সাবেক স্ত্রীর দাবি, গত কয়েকমাস ধরে তাদের আবারও যোগাযোগ হচ্ছে। নোবেল বলেন, ‘প্রায় দেড় বছর তার সঙ্গে আমার যোগাযোগ, দেখা-সাক্ষাৎ নেই।’ সাবেক স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে নোবেল বলেন, ‘এ ধরনের কথা শোনার পর আর কিছু বলার থাকে না। সে আমার এক্স ওয়াইফ। আমাকে নিয়ে সে কী বলল, না বলল তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এমনকি তার এ ধরনের মন্তব্যে আমার কিছু যায়-আসে না।’

নোবেলের ওপর অনুরাগী ও প্রযোজকদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন এই তরুণ কণ্ঠশিল্পী। সে প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘গত কয়েক বছরে অনেকগুলো ঘটনা ঘটিয়েছি। নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হয়েও আমি যেসব করেছি, সেগুলো করা আমার ঠিক হয়নি। সেকারণে ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে অনেক কিছু হারিয়েছি।’

পুনরায় মাদক ও বান্ধবীগুচ্ছে নোবেল, সাবেক স্ত্রীর দাবি

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। অল্প সময়ে পাওয়া খ্যাতি নোবেলকে অন্ধ করে দেয়। নানান বিতর্কিত কাণ্ডে জড়ান এই কণ্ঠশিল্পী। ফলে বিচ্ছেদের পথ বেছে নিতে হয় তাদের। জানা যায়, এক বছরের বেশি বিরতি নিয়ে আবারও কাজে ফিরেছিলেন নোবেল। অতিথি চরিত্রে দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। ওই ফিল্ম দুটিতে গানও করেছেন তিনি। গত বছরের ২০ নভেম্বর থেকে প্রায় ৩ মাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন তিনি।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত