প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেন, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাঁদের পড়ালেখায় অসুবিধা হয়। তাঁরা কোনো কাজে মনোযোগ দিতে পারেন না। তাই কর্তৃপক্ষ যাতে এসব বন্ধ করতে ব্যবস্থা নেয়, এ জন্য তাঁরা এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করেছেন।
শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করার অল্প সময় পরেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলে আসেন। তিনি প্রতিবাদকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যান।