রাষ্ট্রপতিকে নিশানা করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই নিয়ে মিথ্যাচার করছেন রাষ্ট্রপতি। তাঁর পদত্যাগ চেয়ে অনেক জায়গাতেই মিছিল করা হয়েছে। এক ধাপ এগিয়ে রাষ্ট্রপতিকে আওয়ামি লিগের ‘দোসর’ বলে মন্তব্য করে তাঁর পদত্যাগের দাবি জানান হাসনাত। রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, ‘এখনও সময় আছে। বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন।’
এরই মধ্যে এই বিতর্ক নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন রাষ্ট্রপতি। হাসিনার পদত্যাগের বিষয়টি ‘মীমাংসিত’ এবং এ নিয়ে নতুন করে কোনও বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের উপপ্রেস সচিব শিপলু জামানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে ‘প্রচার’ চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে মানুষের মনে যে প্রশ্ন উঠেছে তার উত্তর ‘স্পেশাল রেফারেন্স নম্বর-০১/২০২৪ -এ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ অগস্ট-এর আদেশে প্রতিফলিত হয়েছে’। এরই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ অগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার প্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন’। এই মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনও বিতর্ক সৃষ্টি না করার জন্য সবার কাছে আবেদন করেছেন রাষ্ট্রপতি