Homeআওয়ামী লীগসাবেক এমপির ভাতিজা কয়েলকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ

সাবেক এমপির ভাতিজা কয়েলকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ

নাটোরে হত্যা, চাঁদাবাজী, জখম করাসহ একাধিক মামলার আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা রাসেদুল ইসলাম কোয়েলকে আদালতে হাজির করেছেপুলিশ। এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালান এবং বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে।

গত ৫ আগস্টের পর রাসেদুল ইসলাম কোয়েল নিরাপত্তাস্বার্থে আত্মগোপনে চলে যান। এরপর গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে বিজিবি সদস্যরা গ্রেপ্তার করেন। এদিকে গত ৫ আগষ্টের পর রাসেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে নাটোর সদর থানায় তিনটি হত্যাসহ কয়েকটি মামলা দায়ের হয়েছে।

সূত্রমতে, গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কোয়েলসহ তিনজনকে বিজিবি সদস্যরা আটক করেন। এরপর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।আটক ব্যক্তিদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা পুলিশের একটি বিশেষ টিম প্রিজন ভ্যানে দৌলতপুর থানা থেকে রাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের নাটোরে নিয়ে আাসে। আসামিদের মধ্যে কোয়েলের নামে গত ৫ আগষ্টের পর নাটোর সদর থানায় তিনটি হত্যাসহ কয়েকটি মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক রওশন আলমের আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়।আসামি রাশেদুল ইসলাম কোয়েল (৩৭) নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ মহল্লার আমিনুল ইসলামের ছেলে। তিনি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ট সহযোগী ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত কোয়েলের একটি হত্যা মামলায় আদালতে হাজিরার দিন ধার্য ছিল আজ। এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যাবস্থা জোড়দার করা হয়।দুপুর পৌনে ১টার দিকে কোয়েলকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের এজলাসে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত বিএনপি কর্মীরাসহ বিক্ষুদ্ধ জনতা তার ওপর হামলার চেষ্টা চালায়। পরে নিরাপদে হাজিরা শেষে কোয়েলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আদালত এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

নাটোর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নাটোর বারের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত