টানা ৭ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে নটিংহাম ফরেস্টকে ৩–০ গোলে হারিয়েছে তারা। এটি প্রিমিয়ার লিগে টানা ৪ হারের পর সিটির পাওয়া বহু আরাধ্যের জয়ও বটে।
লিভারপুলের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। বড় জয়ে সেই কথাই বোধহয় রাখলেন তিনি। এ জয়ে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে ওঠে আসল সিটি।
টানা হারের বৃত্ত ভাঙতে শুরু থেকেই মরিয়া হয়ে মাঠে নামে সিটি। অতিথি নটিংহাম ফরেস্টকে কোনো সুযোগ না দিয়েই আক্রমণের পর আক্রমণে যায় তারা। ফলে এগিয়ে যেতে ৮ মিনিটের বেশি লাগেনি। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা।