বাংলাদেশে কারবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদে যোগ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (২ ডিসেম্বর) জিরো পয়েন্টে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। সেখানে তারা বিক্ষোভ করেন। এই প্রতিবাদ মঞ্চ থেকে বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু।
জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারকেও হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, এটি আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন রফতানি বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে দেব, ওরা আলু-পেঁয়াজ কী করে খায় আমরা সেটি দেখিয়ে দেবো।
বিজেপি নেতা আরও বলেছেন, ভারতের পতাকা যারা পদদলিত করেছে ৭১-এর রাজাকারের মতো। যেভাবে পাকিস্তানি আর্মি চিফ আত্মসমর্পণ করেছিলেন, তারাও ভারতের কাছে আত্মসমর্পণ করবে। ভারত আজ একটা দেশ নয়, নরেন্দ্র মোদির নেতৃত্বে পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র।