এক দিন আগেই ট্রাম্প তাঁর আরেক বেয়াই চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাস্কার শ্বশুর, জেরার্ড কুশনারের বাবা।
নিজের সোশ্যাল ট্রুথে মাসাদ বোলাসের মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প লিখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, মাসাদ বোলোস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’