নারী অভিনেত্রীকে বাসায় ডেকে ধর্ষণের চেষ্টা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা। বলিউডে জোশ, টালিউডের অচেনা অতিথি এবং ঢালিউডে স্বামী ছিনতাইয়ের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক নামেই দর্শক তাকে চেনেন। এমন কাণ্ডই ঘটালেন জনপ্রিয় অভিনেতা শরদ কাপুর। ৩২ বছর বয়সী অভিনেত্রীর অভিযোগ, কাজের মিটিংয়ের কথা বলে বেড্রুমে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তুমুল ধস্তাধস্তি করেন অভিনেতা। সেখান থেকে কোনোমতে নিজেকে রক্ষা করে থানায় হাজির হলেন অভিনেত্রী, করলেন মামলা। ভারতীয় পুলিশ ঘটনার তদন্তে মাঠে নেমেছে। খবর : বলিউড হাঙ্গামা
সুদর্শন নায়ক শরদ কাপুর শাহরুখ-ঐশ্বরিয়ার সঙ্গে জোশ, টালিউডের অচেনা অতিথি ও বাংলাদেশেও স্বামী ছিনতাইসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। নিজের স্টাইল ও সাবলীল অভিনয়ে নায়ক থেকে শুরু করে খলচরিত্রেও মেলে ধরেন শরদ। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভারতের খার পুলিশ স্টেশনে ৩২ বছর বয়সী এক অভিনেত্রী তার বিরুদ্ধে মামলা করেছেন।
শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিনেত্রীকে পেশাদারী কাজ নিয়ে আলোচনা করার জন্য শরদ কাপুরের বাসায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যে জায়গাকে বৈঠক করার স্থান হিসেবে ভাবছিলেন সেটি আসলে অভিনেতার ব্যক্তিগত বাসা ছিল। অভিযোগকারী অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করে থাকেন। তার ভাষ্য, শরদ কাপুর তাকে শোবার ঘরে ডেকে নিয়ে অনৈতিকভাবে আলিঙ্গন করার চেষ্টা করেন।
এজাহার থেকে আরও জানা যায়, খারের ওই বাড়িতে প্রবেশ করার পর অভিনেত্রীকে শারদের শোবার ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি দেখতে পান শরদ কাপুর অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন। পরিস্থিতি দেখে অভিনেত্রী চমকে যান। পরে তিনি শরদকে পোশাক পরতে এবং পেশাদারভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন। তবে শরদ দ্রুত তাকে পেছন থেকে ধরার চেষ্টা করেন, কিন্তু ওই সময় তিনি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর, তিনি তৎক্ষণাৎ খার পুলিশ স্টেশনে সাহায্য চেয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
পরে ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে, খার পুলিশ শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৭৪ (নারী প্রতি আক্রমণ বা অপরাধীর বলপ্রয়োগ), ধারা ৭৫ (যৌন হয়রানি) এবং ধারা ৭৯ (কোনো নারীর মর্যাদাহানি) অনুযায়ী মামলা রেজিস্টার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। তবে এখন পর্যন্ত শরদ কাপুর তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন শরদ কাপুর। ১৯৯৪ সালে মেরা প্যায়ারা ভারত সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর তামান্না, বিশ্ববিধাতা, দস্তক, অচেনা অতিথি, আঁখো মে তুম হো, জোশ, জিন্দা দিল, ওয়ান্টেড জয় হোসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন শরদ।