Homeদেশের গণমাধ্যমেযুবককে শ্বাসরোধে হত্যা, স্ত্রীসহ ৩ জনের ফাঁসি

যুবককে শ্বাসরোধে হত্যা, স্ত্রীসহ ৩ জনের ফাঁসি


সিলেটের জাফলংয়ে আল ইমরান নামে এক যুবককে হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিরা হলেন খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের একটি রিসোর্টের নিচ থেকে কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় যুবকের স্ত্রী পালিয়ে যান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, আল ইমরান নামের যুবককে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে আল ইমরান স্ত্রীসহ রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন। পরে হোটেলের ভেতরে একটি ড্রেন থেকে আল ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার স্ত্রী খুশনাহার বেগম পালিয়ে যান।

এ হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন। মামলার পর অভিযানে পরকীয়া প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের অভিযোগপত্রে উঠে আসে, খুশনাহার বেগমের সঙ্গে মাহমুদুল হাসানের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে পরিকল্পিতভাবে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত