বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ককটেল নিক্ষেপ এবং হত্যা চেষ্টার অভিযোগে নতুন একটি মামলা হয়েছে। এতে বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহসহ ১৬৮ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে বগুড়া সদর, শিবগঞ্জ নন্দীগ্রাম, কাহালু ছাড়াও ঢাকা, জয়পুরহাট, গাজীপুর, ফেনী, বাগেরহাটসহ অন্যন্যা এলাকার রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বগুড়া শহরের নিশিন্দারা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হচ্ছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া-২ আসনের সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে হোসাইন শরীফ সঞ্জয়, শ্যালক ফিরোজ আহমেদ রিজু, বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, পিরব ইউনিয়নের চেয়ারম্যান মিলটন, আটমুল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল কাহালুর সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল রহমার সুরুজ, তার বাবা হেলাল উদ্দিন কবিরাজ, তার চাচা কামাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
মামলায় বাদি অভিযোগে করেন, ৪ আগস্ট দুপুর ১২টার দিকে শহরের বড়গোলা এলাকায় তিনিসহ অন্যান্যরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নিয়ে সাতমাথার দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকে দমানের জন্য স্বৈরাচার সরকারের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আসামিরা বাধা দিয়ে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিলে গুলি করে। এতে ৮-১০টি গুলি বাদির পিঠে লাগে। উপস্থিত সহযোদ্ধারা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।