Homeদেশের গণমাধ্যমেচেলসিকে হারিয়ে শীর্ষে লিভারপুল

চেলসিকে হারিয়ে শীর্ষে লিভারপুল


ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল।

অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে (২০)।

২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিস জোনসকে। পেনাল্টি পায় লিভারপুল। ২৯তম মিনিটে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন।

বিরতির পর ফিরে চেলসি সমতা ফেরায়। ৪৮তম মিনিটে মোসেস কাইসেডোর অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে বল জালে পাঠান নিকোলাস জ্যাকসন।

তিন মিনিট পরই লিভারপুল ফের এগিয়ে যায়, এবারও অবদান রাখেন সালাহ ও জোনস। মিশরীয় ফরোয়ার্ডের বাড়ানো বলে ছোট বক্স থেকে লক্ষ্যভেদ করেন জোনস।

ম্যাচের বাকি সময় স্বস্তিতে থাকতে পারেনি লিভারপুল। চেলসি মুহুর্মুহু হানা দেয় তাদের গোলমুখের সামনে। ননি মাদুয়েকে, কোল পালমার, পেদ্রো নেতো ও ক্রিস্টোফার এনকুনকু সুযোগ নষ্ট করেন। তাতে জয় নিয়েই মাঠ ছেড়েছে অলরেডরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত