যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকেরা দলবদ্ধভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথম পর্বে তৈরি করা নমুনার জন্য দেওয়া হবে ছয় লাখ মার্কিন ডলার আর সেরা ডিজিটাল টুইন পাবে চার লাখ ডলার। দ্বিতীয় পর্বে সেরা কার্যকর নমুনা পাবে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আর সেরা ডিজিটাল টুইন পাবে ছয় লাখ ডলার।
মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করা যাবে, তা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে নাসা। নাসা মনে করছে, এই চ্যালেঞ্জের সমাধানের উপায় পৃথিবীতে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার নতুন উপায় বের করতে সহায়তা করবে। আপনার কোনো উদ্ভাবনী ধারণা থাকলে আজই দলগতভাবে নিবন্ধন করুন। নিবন্ধন করা যাবে এই ওয়েব পেজে।
সূত্র: জেডডিনেট